Sunday, June 6, 2021

চিতাবাঘের দুটি শাবক উদ্ধার নকশালবাড়ির মারাপুরে

চিতাবাঘের দুটি শাবক উদ্ধার নকশালবাড়ির মারাপুরে

নকশালবাড়ি সংলগ্ন মারাপুর চা বাগানে উদ্ধার হল দুটি চিতাবাঘের শাবক। রবিবার বিকেলে এলাকার চা কর্মীরা বাগানে দুটি শাবক দেখতে পেয়ে বনকর্মীদের খবর দেয়। পরে লোহাগড় বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শাবক দুটিকে উদ্ধার করে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: