Sunday, June 29, 2025

বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গরভিটা গ্রামে ফের সেচনালায় কালভার্ট নির্মাণের অভিযোগ।

 

বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গরভিটা গ্রামে ফের সেচনালায় কালভার্ট নির্মাণের অভিযোগ।

ফের সেচনালায় কালভার্ট নির্মাণের অভিযোগ খড়িবাড়ির বুড়াগঞ্জে। প্রকাশ্য সেচনালায় নির্মান কিভাবে হতবাক স্থানীয়রা। জমি বিক্রি করতেই কংক্রিটের এই কালভার্ট নির্মাণ হচ্ছে অভিযোগ স্থানীয়দের। 

খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গরভিটা গ্রামে ফের সেচনালায় কালভার্ট। অবৈধভাবে কালভার্ট হলে সেচের অসুবিধা হবে। 

ইতিমধ্যে গোটা ঘটনায় খড়িবাড়ি বিডিও, ভূমি দফতর, পঞ্চায়েত প্রধান ও মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষকে লিখিত অভিযোগে করেছেন গ্রামবাসীরা। 

তৃণমূলের উপপ্রধানের এলাকায় অবৈধ কালভার্ট নিয়ে ক্ষোভ বিজেপির। উপপ্রধানের এলাকায় অবৈধ এই কালভার্ট হলেও নজর নেই উপপ্রধানের! 

তিনিও কি সেটিং! যদিও গোটা ঘটনায় উপপ্রধানের দাবি তিনি জানেন না। প্রভাবশালী হোক বা মাফিয়া আইননত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষের।

অন্যদিকে লিখিত অভিযোগের পর কাজ বন্ধ করা হয়েছে। নোটিশ করা হয়েছে অভিযুক্তদের। কোনো অনুমতি ছাড়াই কাজ হ‌ওয়ায় কাজ বন্ধ করা হয়েছে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন খড়িবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক।

Latest
Next Post

post written by:

0 Comments: