Sunday, June 6, 2021

করোনায় হারানো স্ত্রীর শান্তি কামনা করতে বিনে পয়সার বাজার

করোনায় হারানো স্ত্রীর শান্তি কামনা করতে বিনে পয়সার বাজার

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্ত্রীর। শ্রাদ্ধ অনুষ্ঠান না করে রবিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সিটুভিটা চা বাগান এলাকায় বিনে পয়সা বাজার বসিয়ে দুঃস্থদের মুখে খাওয়ার তুলে দিলেন গৌতম ঘোষ।

করোনায় হারানো স্ত্রীর শান্তি কামনা করতে বিনে পয়সার বাজার


 এদিনের এই বিনে পয়সা বাজারের আয়োজনে মুল দায়িত্ব পালন করেন সমাজসেবী তথা পুলিশকর্মী বাপন দাস। এদিন এই বিনে পয়সার বাজারে ছিল চাল ডাল, তেল, সাবান, বিস্কুট, ভেন্ডি, পুইসাক, ডিম ও মাক্স মিলে মোট ১৫টি জিনিস।

করোনায় হারানো স্ত্রীর শান্তি কামনা করতে বিনে পয়সার বাজার



এই বিষয়ে গৌতম ঘোষ বলেন, গত ৯ মে করোনায় মৃত্যু হয়েছে আমার স্ত্রী পাপিয়া ঘোষের। আর এখন শ্রাদ্ধ অনুষ্ঠান করলে লোকজন আসবে না। তাই আমি সেই কথা মাথায় রেখে এই বিনা পয়সার বাজার বসিয়েছি। 

করোনায় হারানো স্ত্রীর শান্তি কামনা করতে বিনে পয়সার বাজার


সমাজসেবী তথা পুলিশকর্মী বাপন দাস বলেন স্ত্রীর মৃত্যুর পর ভেঙে পা পড়ে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতেই এই আয়োজন করেছে গৌতম। এবং আমি চাই এই ভাবে যেন অন্যান্যরা দুঃস্থ মানুষদের কথা ভেবে এগিয়ে আশে। অপরদিকে বিনে পয়সা বাজার পেয়ে খুবই খুশি হন দুঃস্থরা।

Previous Post
Next Post

post written by:

0 Comments: