Sunday, June 6, 2021

আলিপুরদুয়ার জেলার গোপালপুর চা বাগানে ধ‍রা পড়ল চিতা

আলিপুরদুয়ার জেলার গোপালপুর চা বাগানে ধ‍রা পড়ল চিতা

 ফের চিতা বাঘ ধরা পড়ল চা বাগানে। এই নিয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার সকালে আলিপুরদুয়ার জেলার গোপালপুর চা বাগানে ধরা পড়ে চিতা বাঘটি। 

চা বাগানের মোহনপুর সেকশনে বনদপ্তরের তরফে এদিন ভোরবেলা খাঁচা পাতা হয়েছিল। আর সেই খাঁচাতেই ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাটি। 

গত ৬ এপ্রিল ওই চা বাগানের এক শ্রমিককে গুরুতর জখম করে চিতাবাঘ। আর তারপর থেকেই বনদপ্তরের তরফ থেকে শুরু হয় অভিযান। চিতাবাঘটিকে ধরার জন্য এদিন  ছাগলকে টোপ হিসেবে ব্যাবহার করা হয়েছে । 

আর সেই টোপের জন্যই খাঁচায় আটকে পড়ে বাঘটি৷ সকালে বনদপ্তরের জলদাপাড়া ডিভিশনের কর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে। তারপর তাকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Previous Post
Next Post

post written by:

0 Comments: