Sunday, June 6, 2021

ইয়াসের ক্ষয়ক্ষতি দেখতে ৫ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল এল রাজ‍্যে

 

ইয়াসের ক্ষয়ক্ষতি দেখতে ৫ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল এল রাজ‍্যে

ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি দেখতে রাজ্যে এল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব এসকে শাহির নেতৃত্বে ৫ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল।

 রবিবার রাত ৮.২০ মিনিটে দমদম বিমানবন্দরে পৌঁছায় কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। আগামিকাল সোমবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন এই দলের সদস্যরা। সঙ্গে জেলা ও রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।   

আগামিকাল এই দল ২টি দলে ভাগ হয়ে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকা পর্যালোচনা করবে। 

প্রসঙ্গত, ২৬ মে ওড়িশা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার ২৫টি ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরে কেন্দ্রের কাছে ২০,০০০ কোটি টাকা দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Previous Post
Next Post

post written by:

0 Comments: