ব্রাউন সুগারের পর গাঁজা পাচার রুখল পুলিশ। দিনের পর রাতেও ফাঁসিদেওয়া থানা পুলিশের ফের সাফল্য। অসম থেকে কলকাতা গামী একটি চার চাকার গাড়িকে আটক করে উদ্ধার করা হয়, চল্লিশ কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার দুই জন মাদক ব্যবসায়ী।
গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানা অন্তর্গত ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ঘোষপুকুর এলাকা থেকে একটি চার চাকার গাড়িকে আটক করে এবং তাতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে গাজার বস্তা। ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় বীরপাড়ার বাসিন্দা অজিত মন্ডল এবং মহম্মদ রবিউলকে।
আজ শনিবার ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। তাদেরকে রিমান্ডে নিয়ে এই ঘটনায় আর কারা জড়িত তার তদন্ত শুরু করবেন পুলিশ।

0 Comments: