মাদকের বিরুদ্ধে ফের অভিযান পুলিশের! মাদক ও বিপুল পরিমাণ অর্থ সহ গ্রেফতার ৩। নকশাবাড়ির টুকরিয়া মোড়ে পুলিশের অভিযানে ৭০ গ্ৰাম ব্রাউন সুগার সহ উদ্ধার ২ লক্ষ ৬৫ হাজার টাকা। বৃহস্পতিবার রাতে মাদক হাতবদলের খবর পেয়ে নকশালবাড়ি টুকরিয়া মোড়ে একটি বাড়িতে অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ৩ জন যুবককে আটক করে পুলিশ। আটকদের তল্লাশি চালিয়ে ৭০ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। মাদক কারবারের অভিযোগ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল বিশ্বনাথ বর্মন (২২), নকশালবাড়ির টুকরিয়ামোড় বাসিন্দা, নন্দন বাসফোর তোতারাম জোত এবং বিশাল গুরুং শান্তিনগরে বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। জানা গিয়েছে বিশ্বনাথের বাড়িতেই এই মাদকের কারবার চলত। এই ঘটনায় বিশ্বনাথের পরিবারের সদস্যরাই যুক্ত রয়েছে।
0 Comments: