গোপন সূত্রের ভিত্তিতে, মুরালিগঞ্জ চেকপোস্টের কাছে অভিযান চালায় বিধান নগর থানার , ঘোস্পুকুর ফাঁড়ি এবং ফাঁসিদেওয়া থানার পুলিশ। সেখানেই একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় মোট ২ কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার।
ঘটনায় গাড়িতে থাকা ২ জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম শাবির খান (৪৩) ও মুস্তাফ আলী (৩০) , দুজনেই মনিপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতরা অসম থেকে কলকাতা নিয়ে যাচ্ছিল এই ব্রাউন সুগারগুলি।
গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য। ঘটনায় চার চাকার গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে এন্ডিপিএস আইনের ধারায় মামলার রুজু করে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।
0 Comments: