Friday, June 11, 2021

ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে আক্রান্ত জয়ন্ত রায়

 

ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে আক্রান্ত জয়ন্ত রায়

কেন্দ্রীয় কমিটির নির্দেশ মত ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে আক্রান্ত হলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। 
শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভান্ডারিগছে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে যান তিনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় তৃণমূল আশ্রীত দুস্কৃতিরা কর্মীদের ওপর হামলা করে বলে জয়ন্তবাবু জানান। 
ঘটনায় নিজের মাথা, হাত ও পায়ে চোট পান তিনি। পরে জয়ন্ত রায় সহ দুই কর্মীদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। দুজনের মাথায় আঘাত রয়েছে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: