শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভান্ডারিগছে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে যান তিনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় তৃণমূল আশ্রীত দুস্কৃতিরা কর্মীদের ওপর হামলা করে বলে জয়ন্তবাবু জানান।
ঘটনায় নিজের মাথা, হাত ও পায়ে চোট পান তিনি। পরে জয়ন্ত রায় সহ দুই কর্মীদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। দুজনের মাথায় আঘাত রয়েছে।

0 Comments: