Friday, June 11, 2021

বুড়াগঞ্জ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসকে স‍্যানিটাইজার মেশিন দিলেন বাবন বিশ্বাস

 

বুড়াগঞ্জ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসকে স‍্যানিটাইজার মেশিন দিলেন বাবন বিশ্বাস
খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসকে স‍্যানিটাইজার মেশিন দিলেন বাবন বিশ্বাস। 

শুক্রবার বুড়াগঞ্জে সমাজসেবী বাবন দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিশোরীমোহন সিংহের হাতে এই মেশিনটি তুলে দেন। 

কিশোরীবাবু জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের হাত থেকে বাঁচতে আমরা অনেক আগেই স‍্যানিটাইজেশন করছি। বাবন বাবুর সহযোগিতায় কাজে গতি আসবে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: