ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে আক্রান্ত হয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়।
গোটা ঘটনার তদন্তের দাবিতে ও দোষীদের গ্রেফতারের দাবিতে শনিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করল ৪ বিধায়ক। এদিন কার্শিয়াঙের বিষ্ণু প্রসাদ শর্মা, শিলিগুড়ির শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির আনন্দময় বর্মন ও ডাবগ্রাম ফুলবাড়ীর শিখা চ্যাটার্জী উপস্থিত ছিলেন।
শঙ্কর ঘোষ জানান, সুপ্রিম কোর্ট ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরানোর নির্দেশ দেওয়ার পর আমাদের সাংসদ আক্রান্ত হলেন।
পুলিশী অবস্থা নিয়ে কটাক্ষ করেন তিনি। একজন গ্রেফতার করা হলেও বাকিদের দ্রুত গ্রেফতার করবে বলে পুলিশ কমিশনার জানান বলে শঙ্কর ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান।

0 Comments: