নকশালবাড়ি জুড়ে করোনার গ্রাফ দিনের পর দিন উর্ধ্বমুখী। উর্ধ্বমুখী গ্রাফ হলেও শহরে মানুষের মধ্যে সচেতনতার হুশ নেই।
প্রশাসনের লকডাউনের পরও বাজারে ভিড়, খোলা কিছু দোকান। এই অবস্থায় লকডাউনের সুযোগ নিয়ে নকশালবাড়ি টুকরিয়াঝাড় জঙ্গলে মদের পার্টি।
বুধবার গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে গ্রেফতার করে ৪জন যুবককে। মদের বোতল সহ বিভিন্ন ধরনের বাসনপত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশের খবর পেয়ে কয়েকজন পালিয়ে যায়। বাকিদের ধরতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এর আগেও নকশালবাড়ির বিভিন্ন এলাকায় জমায়েত খবর পাওয়ার পর অভিযান চালায় পুলিশ।

0 Comments: