কেন্দ্রীয় কমিটির নির্দেশ মত ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে আক্রান্ত হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়।
শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভান্ডারিগছে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে গিয়ে তৃণমূল আশ্রীত দুস্কৃতিরা কর্মীদের হামলার শিকার হন বলে জয়ন্তবাবু জানান। ঘটনায় নিজের মাথা, হাত ও পায়ে চোট পান তিনি।
সঙ্গে দলের দুই কর্মীদের গুরুতর জখম হওয়ায় আহতদের শিলিগুড়ি বেসরকারী হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার শারীরিক অবস্থা একটু বেটার রয়েছে বলে জয়ন্তবাবু জানান।
তবে অপরাধীদের গ্রেফতার করার কথা বলেন তিনি। অবশ্য গতকাল একজনকে গ্রেফতার করে পুলিশ।
জয়ন্ত রায়ের স্বাস্থ্যের খোঁজখবর নেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ও পার্টির নেতা শিবপ্রকাশজী।
পাশাপাশি বিজেপির পক্ষ থেকে এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান করা হবে গোটা ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে।

0 Comments: