Friday, June 11, 2021

দলছুট হাতির মৃত্যু, খতিয়ে দেখছে বনদপ্তর

 

দলছুট হাতির মৃত্যু, খতিয়ে দেখছে বনদপ্তর

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বোদাগঞ্জে বেশ কয়েকদিন ধরে হাতির পাাল ঘুরে বেড়ানোর ছবি ফুটে ওঠার পর শুক্রবার ঐ দলছুট এক হাতির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। 
তবে মৃত্যু কিভাবে হল তা খতিয়ে দেখছে বনবিভাগের আধিকারিকরা।

Previous Post
Next Post

post written by:

0 Comments: