Monday, June 14, 2021

অতুলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মন্ত্রী অরুপ বিশ্বাস

অতুলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মন্ত্রী অরুপ বিশ্বাস

 সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হ‌য়েছে কামতাপুরী প্রোগেসিভ পার্টির প্রতিষ্ঠাতা তথা কামতাপুরী ভাষা একাডেমির সহ সভাপতি অতুল রায়ের। 

সোমবার অতুলের বাড়িতে এসে মুখ‍্যমন্ত্রীর হয়ে সমবেদনা জানালেন রাজ‍্যের ক্রীড়া ও যুব ক‍ল‍্যান দপ্তরের মন্ত্রী অরুপ বিশ্বাস।

 দুপুর ৩টায় আসার কথা থাকলেও আবহাওয়ার জেরে দেড় ঘন্টা পর  শিবমন্দিরের অতুল রায়ের বাসভবনে ঢোকেন তিনি। অতুলের স্ত্রী ও পুত্রের সঙ্গে দেখা করে সমবেদনা জানান মন্ত্রী। 

মন্ত্রী বলেন, মুখ‍্যমন্ত্রীর হয়ে সমবেদনা জানালাম। দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন তিনি, এই নির্বাচনে একসঙ্গে কাজ করেছি। করোনায় এভাবে প্রাণ নেবে  বিশ্বাস করতে পারিনি। 

পাশাপাশি উত্তরবঙ্গে রাজনৈতিক পরিবর্তন ও খেলাধুলা নিয়ে মুখ খুলেন তিনি।

Previous Post
Next Post

post written by:

0 Comments: