পাশাপাশি সেনার পক্ষ থেকে ঙ্গোত্রী ও ধরালী অঞ্চলে অতিরিক্ত দুটি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে ।হর্ষিল থেকে ধরালী পর্যন্ত রাস্তা পরিষ্কার করতে পাঠানো হয়েছে দল! দ্রুত দুর্গতদের কাছে পৌঁছানোর জন্য বিশেষ মাটি সরানোর যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে বলে খবর। দুর্গতদের জন্য সেনার তরফে স্বাস্থ্য শিবির শুরু করা হয়েছে ।
0 Comments: