Wednesday, August 6, 2025

ধরালীর দুর্যোগে সেনার সাহসিকতা, প্রাণ বাঁচাতে পাহাড়ি পথে লড়াই!

 

ধরালীর দুর্যোগে সেনার সাহসিকতা, প্রাণ বাঁচাতে পাহাড়ি পথে লড়াই!

উত্তরাখণ্ডের ধরালীতে ভয়াবহ হড়প্পা বানের ঘটনায় নিখোঁজদের প্রাণ বাঁচাতে ভারতীয় সেনাবাহিনীর পাহাড়ি পথে চলছে উদ্ধার কাজ! নিখোঁজদের খোঁজ পেতে ইতিমধ্যে ড্রোন দিয়ে চলছে তল্লাশি! ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৭০ জনেরও বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর । 

পাশাপাশি সেনার পক্ষ থেকে ঙ্গোত্রী ও ধরালী অঞ্চলে অতিরিক্ত দুটি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে ।হর্ষিল থেকে ধরালী পর্যন্ত রাস্তা পরিষ্কার করতে পাঠানো হয়েছে দল! দ্রুত দুর্গতদের কাছে পৌঁছানোর জন্য বিশেষ মাটি সরানোর যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে বলে খবর। দুর্গতদের জন্য সেনার তরফে স্বাস্থ্য শিবির শুরু করা হয়েছে ।

Latest
Next Post

post written by:

0 Comments: