অসহায় পরিবারের পাশে এবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দার্জিলিং জেলা কমিটির নকশালবাড়ি বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা। লকডাউন ও করোনার এই দূর্দীনে সহায়তায় এগিয়ে এল বিজ্ঞান মনস্করা।
মঙ্গলবার নকশালবাড়ির ঝরুজোতে অপুষ্টিতে আক্রান্ত ২৫ টি পরিবারে হাতে তুলে দেওয়া হলো বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী। এর মধ্যে শুকনো খাবার চাল, ডাল,লবণ,আলু,ডিম, ছাতু,সোয়াবিন,সাবান, ছোলা, তেল ছিল।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং জেলা কমিটির সম্পাদক দেবর্ষি ভট্টাচার্যী, সম্পাদক চঞ্চল সাহা, নকশালবাড়ি বিজ্ঞান কেন্দ্র সম্পাদক অভিজিৎ সরকার ও সম্ভু রায়,ঋত্বিক বিশ্বাস,দীপ ঘোষ, ঋষিকেশ রায়, পিন্টু বিশ্বাস সহ অন্যান্যরা।



0 Comments: