রাজ্য মন্ত্রি চন্দ্রিমা ভট্টাচার্য উদ্যোগে পরিচালিত একান্নবর্তীর হেঁশেলে চা বাগানের ৩ হাজার মানুষদের টানা একমাস ব্যাপী রান্না করা খাবার পৌচ্ছে দেওয়ার কর্মসূচি শুরু হল।
শনিবার নকশালবাড়ি চা বাগান থেকে এই কর্মসূচির সূচনা করা হল। এদিন ওই চা বাগানের গোদাম লাইন এলাকায় ১০০ জনের মধ্যে রান্না করা খাবার, সাবান, ভিটামিনের ওষুধ বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির জন্য নকশালবাড়ি ব্লকের নকশালবাড়ি চা বাগান, কিরণচন্দ্র চা বাগান ও সিঙ্গিভিটা চা বাগানকে বেছে নেওয়া হয়েছে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেস জেলা সভানেত্রী তথা সংস্থার সদস্য সুস্মিতা সেনগুপ্ত, তৃণমূলের যুব নেতা বিদ্যুত দাস, পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা।

0 Comments: