বাড়ানো হল লকডাউন! থাকছে বেশকিছু বিধিনিষেধ
ফের লকডাউনের সময়সীমা বাড়াল রাজ্য। আগামী পয়লা জুলাই পর্যন্ত কড়া লকডাউন। তবে থাকছে বেশকিছু বিধিনিষেধ। আগের মত জিম, স্পা ও সিনেমা হল বন্ধ থাকছে। সকাল ৭-১১ বাজার খোলা, ১১-৬টা অন্যান দোকান খোলা, স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ট্রেন, বাস ও মেট্রো বন্ধ। দর্শকশূন্য নিয়ে খেলার অনুমতি। ভ্যাকসিন নিলেই মনিং ওয়ার্ক। শপিংমল ১১-৬টা, বার ও রেস্তোরাঁ ১২টা থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকবে। ৫০% কলাকুশলীদের নিয়ে শুটিং অনুমতি।

0 Comments: