Monday, June 14, 2021

বাড়ানো হল লকডাউন! থাকছে বেশকিছু বিধিনিষেধ

বাড়ানো হল লকডাউন! থাকছে বেশকিছু বিধিনিষেধ

 ফের লকডাউনের সময়সীমা বাড়াল রাজ‍্য। আগামী পয়লা জুলাই পর্যন্ত কড়া লকডাউন। তবে থাকছে বেশকিছু বিধিনিষেধ। আগের মত জিম, স্পা ও সিনেমা হল বন্ধ থাকছে। সকাল ৭-১১ বাজার খোলা, ১১-৬টা অন‍্যান দোকান খোলা, স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ট্রেন, বাস ও মেট্রো বন্ধ। দর্শকশূন‍্য নিয়ে খেলার অনুমতি। ভ‍্যাকসিন নিলেই মনিং ওয়ার্ক। শপিংমল ১১-৬টা, বার ও রেস্তোরাঁ ১২টা থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকবে। ৫০% কলাকুশলীদের নিয়ে শুটিং অনুমতি।

Previous Post
Next Post

post written by:

0 Comments: