Saturday, June 5, 2021

তামিলনাড়ুতে বাড়ল লকডাউনের দিন

 

তামিলনাড়ুতে বাড়ল লকডাউনের দিন
তামিলনাড়ুতে ফের বাড়ল লকডাউনের মেয়াদ। আগামী ১৪ জুন পর্যন্ত লকডাউন জারি থাকবে এখানে। লকডাউন পালন হলেও বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে তামিলনাডু সরকার। 

খুচরো দোকান, সবজি, ফল, ফুল, মাছ ও মাংসের দোকান খোলা থাকবে তবে থাকবে সময় বাধ‍্যবাধকতা। সরকারি অফিসগুলো ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে পারবে। ৫০ শতাংশ কর্মী নিয়ে দেশলাই বাক্স তৈরির কারখানায় কাজ চলবে। 

বৈদ্যুতিন সরঞ্জাম, বই, হার্ডওয়্যারের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। এই সব জায়গায় ই-রেজিস্ট্রেশন থাকলে ট্যাক্সি ও অটো চলাচল করারও অনুমতি দেওয়া হয়েছে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: