কার্যত লকডাউনে জিনিশপত্রের দরদাম কেমন রয়েছে? মানুষ কতটা সঠিক দামে জিনিশপত্র পাচ্ছে কিনা? না বেশি টাকা দাম নিচ্ছে বিক্রেতারা।
এ নিয়ে দার্জিলিং ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে শনিবার নকশালবাড়ি বাজারে রুটিন চেকআপ করা হয়। সবজি, মুদি থেকে মাছ, মাংস ও ফলের দোকানে গিয়ে দরদাম জিজ্ঞেস করা হয়।
পাশাপাশি বিক্রেতা থেকে ক্রেতা সকলের কাছে কেমন দামে বৃদ্ধি হচ্ছে জিনিশপত্র তা খুটিনাটি জেনে নেয় ডিইবির টিম।
রুরাল ডিইবির দায়িত্বে থাকা সুবোধ কুমার বিশ্বাস জানান, অন্যান বাজারের থেকে নকশালবাড়ি বাজারে সরকারের নির্ধারিত দরদামে বিক্রি হচ্ছে। তেমন কোনো ফারাক দেখা গেলনা।
তবে পানিট্যাঙ্কি ও খড়িবাড়ি বাজারের সঙ্গে নকশালবাড়ি বাজারের হেরফের রয়েছে বলে তিনি জানান।



0 Comments: