ডিওয়াইএফআইয়ের ২০তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল খড়িবাড়িতে। রবিবার খড়িবাড়িতে শহীদের স্মৃতির শ্রদ্ধা নিবেদন করে মিছিল করা হয়। পরে জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন ডিজিএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, জেলা সিপিএমের সম্পাদক সমন পাঠক, সিটুর জেলা সভাপতি গৌতম ঘোষ সহ অন্যান্যরা। এদিন আগামী দিনে সংগঠনের রুপরেখা ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী জানান,
গোটা রাজ্যে ২লক্ষ সদস্য সংখ্যা বেড়ে ৩৪ লক্ষ সদস্য সংখ্যা হয়েছে। যা পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য এই সদস্য বৃদ্ধি। স্থায়ী কাজের দাবিতে এই জেলা সম্মেলন হচ্ছে। দেশের সরকার ও রাজ্যের সরকার শিক্ষিত তথা যুব সমাজের চাকরি দিতে অনিহা প্রকাশ করেছে। কর্পোরেটদের সুবিধা করতে ইলেকট্রোরাল বন্ড করে জাল ঔষধ দিয়ে মুনাফা লুটবে। যোগ্য শিক্ষকদের অবস্থা নিয়ে তৃণমূল ও বিজেপিকে এক হাত নেন মীনাক্ষী।
0 Comments: