Sunday, June 13, 2021

করোনায় আক্রান্ত ১২জন, খেলা আদৌ হবে?

করোনায় আক্রান্ত ১২জন, খেলা আদৌ হবে?

 করোনার ঢেউয়ে লন্ডভন্ড গোটা পৃথিবী। কোপা আমেরিকা ২০২১ খেলা হবে কি না তা নিয়ে ধন্দ মিটলেও পিছু ছাড়ছে না করোনার থাবা। 

রবিবার ব্রাজিলের সঙ্গে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ ম‍্যাচ শুরুর আগে বড় ধাক্কা ভেনেজুয়েলার শিবিরে। 

ভেনেজুয়েলার কোচিং সার্ফ সহ খেলোয়াড় নিয়ে মোট ১২জন করোনায় আক্রান্ত। কিভাবে খেলা হবে তা নিয়ে ধন্দে ফুটবলপ্রেমীদের মধ্যে। 

রবিবার ভারতীয় সময় ২.৩০ মিনিটে খেলার সূচি রয়েছে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: