এই সময় তাঁর কাছাকাছি পক্ষ-বিপক্ষের কোনও ফুটবলারই ছিলেন না৷ রেফারি সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে মাঠে চিকিৎসকদের ডাকেন৷ মাঠেই দেওয়া হয় সিপিআর। দুপক্ষের খেলোয়াড়রা মাঠের হাত জোর করে প্রার্থনা শুরু করেন। এর জেরে খেলা স্থগিত করা হয়।
ফেসবুক, টুইটার থেকে সমস্ত সোশ্যাল মিডিয়ায় এরিকসনের সুস্থতার পোস্ট দেখা যায়।



0 Comments: