Saturday, June 12, 2021

খেলতে খেলতে মাটিতে লুটিয়ে পড়লেন এরিকসন, বন্ধ খেলা

খেলতে খেলতে মাটিতে লুটিয়ে পড়লেন এরিকসন, বন্ধ খেলা
ইউরো কাপ ২০২০ ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়লেন ক্রিস্টিয়ান এরিকসেন৷ শনিবার ম‍্যাচ চলাকালীন ডেনমার্ক অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাচের ৪৫ মিনিটে বল রিসিভ করতে মাঠে নুইয়ে পড়েন এরিকসন৷ 

খেলতে খেলতে মাটিতে লুটিয়ে পড়লেন এরিকসন, বন্ধ খেলা


এই সময় তাঁর কাছাকাছি পক্ষ-বিপক্ষের কোনও ফুটবলারই ছিলেন না৷ রেফারি সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে মাঠে চিকিৎসকদের ডাকেন৷ মাঠেই দেওয়া হয় সিপিআর। দুপক্ষের খেলোয়াড়রা মাঠের হাত জোর করে প্রার্থনা শুরু করেন। এর জেরে খেলা স্থগিত করা হয়। 

খেলতে খেলতে মাটিতে লুটিয়ে পড়লেন এরিকসন, বন্ধ খেলা


ফেসবুক, টুইটার থেকে সমস্ত সোশ্যাল মিডিয়ায় এরিকসনের সুস্থতার পোস্ট দেখা যায়। 
 

Previous Post
Next Post

post written by:

0 Comments: