Sunday, June 13, 2021

বাতাসী হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন ও স‍্যানিটাইজেশন করল সংঘ পরিবার

বাতাসী হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন ও স‍্যানিটাইজেশন করল সংঘ পরিবার

 আগাছায় ভরে গিয়েছে খড়িবাড়ি ব্লকের বাতাসী স্বাস্থ্যকেন্দ্রের চত্বর। এই অবস্থায় এগিয়ে এল সংঘ পরিবার। 

বাতাসী হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন ও স‍্যানিটাইজেশন করল সংঘ পরিবার


রবিবার সংঘ পরিবারের পক্ষ থেকে বাতাসী হাসপাতালের বিভিন্ন স্থানে গজিয়ে ওঠা আগাছা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। সঙ্গে হাসপাতালে জীবাণুমুক্তের জন্য স‍্যানিটাইজেশন করা হয়। 

হাসপাতাল পরিচ্ছন্ন হলে রোগীদের সুস্থতা বাড়বে বলে সংঘ পরিবারের সদস্যরা জানান।

Previous Post
Next Post

post written by:

0 Comments: