Monday, June 7, 2021

২১ জুন থেকে সকল দেশবাসীকে বিনামূল্যে ভ‍্যাকসিনের ঘোষণা মোদির

২১ জুন থেকে সকল দেশবাসীকে বিনামূল্যে ভ‍্যাকসিনের ঘোষণা মোদির

 করোনার মহামারীর এক বছরে দেশ দুটি ভ‍্যাকসিন সফল ভাবে দেশের জনগণের কাছে নিয়ে এসেছে। 

সোমবার জাতির উদ্দেশ্য ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান দেশের সকল নাগরিকের বিনামূল্যে ভ‍্যাকসিন দেওয়া হবে। আগামী ২১ জুন থেকে দেশের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র। 

তবে যারা বেসরকারি হাসপাতালে গিয়ে ভ‍্যাকসিন নেবে তাদের ১৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। 

পাশাপাশি টিকাকরন নিয়ে কেন্দ্র ও রাজ‍্যের সমন্বয় নিয়ে আলোচনা করেন তিনি

Previous Post
Next Post

post written by:

0 Comments: