Monday, June 7, 2021

সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনদের সম্মানিত ক‍রল পূজা ওয়েলফেয়ার সোসাইটি

সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনদের সম্মানিত ক‍রল পূজা ওয়েলফেয়ার সোসাইটি

 করোনা ভাইরাসের দিনে প্রতিনিয়ত বিপদের মুখে থেকে খবর সংগ্রহ করা সাংবাদিক ও অসহায় পরিবারের মুখে খাবার থেকে শুরু করে হাসপাতাল ও বিভিন্ন এলাকায় স‍্যানিটাইজেশন সহ বিভিন্ন সমাজসেবা কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনদের সম্মানিত করল পূজা ওয়েলফেয়ার সোসাইটি। 

সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনদের সম্মানিত ক‍রল পূজা ওয়েলফেয়ার সোসাইটি


সোমবার বাগডোগরায় সোসাইটির পক্ষ থেকে সাংবাদিক কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনদের খাদা ও মোমেন্টো দিয়ে সম্মানিত করেন সংগঠনের সদস্য পূজা ওরফে সাহিনা মোক্তার। উপস্থিত ছিলেন মানুষের পাশে, নকশালবাড়ি ওয়েলফেয়ার, করোনা স্ট্রিট ফাউটার সহ অন‍্যানরা।

সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনদের সম্মানিত ক‍রল পূজা ওয়েলফেয়ার সোসাইটি


 পাশাপাশি বাগডোগরা পুলিশ ওসি মহেশ সিংকে সম্মানিত করা হয়।

Previous Post
Next Post

post written by:

0 Comments: