শুধু নকশালবাড়ি নয় গোটা রাজ্যে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে রেড ভলিন্টিয়ার। শুক্রবার রেড ভলেন্টিয়ার্সের দল কলাবাড়ী ফরেষ্টের বিট অফিস সহ ৩টি অফিস কোয়াটারে স্যানিটাইজেশন করল এরা।
সেই সঙ্গে বিট অফিস সংলগ্ন কলাবাড়ী ফরেষ্ট বস্তির ২৪টি বাড়িতে আমরা স্যানিটাইজেশন করা হয়।
এদিন কলাবাড়ী ফরেষ্টের বিট বাবু টিংকু মাহাতো নিজে উপস্থিত থেকে ফরেষ্ট বস্তির বিভিন্ন বাড়ি গুলিতে স্যানিটাইজেশন করিয়ে নেন।
বিট বাবু শ্রী টিংকু মাহাতো রেড ভলেন্টিয়ার্সদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।


0 Comments: