শিয়ালদহ থেকে আলিপুরদুয়ারগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসে(03149UP) ট্রেনের চাকায় ব্রেক স্যুতে আগুন।
শুক্রবার সকালে ডান কাঞ্চনকন্যা এক্সপ্রেস আলিপুরদুয়ারের আসার সময় আলুয়াবাড়ি স্টেশনে ব্রেক স্যুতে আগুনের ছোঁয়া দেখতে পায় ট্রেনের যাত্রীরা।
পরে বাগডোগরা স্টেশনে আগুন নিয়ন্ত্রণ করে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনার জেরে যাত্রীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও কারো ক্ষয়ক্ষতি হয়নি।
পরে ট্রেনটি আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। রেল কর্তৃপক্ষ জানান, ব্রেক স্যুতে আগুনের ঝলক ছিল।
তেমন কিছু ক্ষতি হয়নি। এ ব্যাপারে যাত্রীরা জানান, আগুন হয়েছে না কি তারা জানেন না।

0 Comments: