Tuesday, June 1, 2021

খুলল মদের দোকান, খুশী সুরাপ্রেমীদের

খুলল মদের দোকান, খুশী সুরাপ্রেমীদের

কার্যত লকডাউনের বিধিনিষেধ আরোপ করলেও আজ থেকে মদের দোকানে ছাড় দেওয়ার ঘোষণা করা পর রাজ‍্যে বিভিন্ন মদের দোকানে ভিড় দেখা যায়। সেই মতো নকশালবাড়ি থেকে শুরু করে বাগডোগরা, মাটিগাড়া তথা শিলিগুড়িতে মদের দোকানে ভিড় চোখে পড়ে।


মদের ভিড় উপচে না থাকলেও ১২টা থেকে ৩টা পর্যন্ত এই সময়ে মদের দোকান খোলা নিয়ে খুশি সুরাপ্রেমীরা। নাম প্রকাশে অনিচ্ছুক ব‍্যক্তি জানান, একটু খাই তবে মদের দোকান খোলা দরকার। তবে বেশিরভাগ সুরাপ্রেমীরা অধিক মাত্রায় মদ বাড়ির উদ্দেশ্য নিয়ে যায়।

 

Previous Post
Next Post

post written by:

0 Comments: