Thursday, June 17, 2021

বড়সড় সাফল্য পেল পুলিশ, খোয়া টাকা পেলেন মহিলা

বড়সড় সাফল্য পেল পুলিশ, খোয়া টাকা পেলেন মহিলা

 বড়সড় সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিশ। গত ফেব্রুয়ারি মাসে দুস্কৃতিদের দ্বারা এক মহিলা ১লক্ষ ৩০ হাজার টাকা ছিনতাই করে দুই মোটর বাইক আরোহী।

 ঘটনার তদন্তে নেমে পুলিশ সাফল্য পায়। গোটা তদন্তে এডিশনাল এসপি, কার্শিয়াং, ডিএসপি রুরাল দার্জিলিং,ওসি ফাঁসিদেওয়া-র তত্ত্বাবধানে এই সাফল্য। ঘটনায় জরিতদের গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই হওয়া পুরো টাকাটাই উদ্ধার করা সম্ভব হয়। 

গত 16ই জুন তারিখে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ দার্জিলিং, এডিশনাল এসপি হেডকোয়ার্টার্স দার্জিলিং এবং অন্যান্যদের উপস্থিতিতে মহিলার হাতে টাকাটা তুলে দেওয়া হয়। টাকা পেয়ে খুশি মহিলা।

Previous Post
Next Post

post written by:

0 Comments: