সিকিম সেবক রেলপথে বড়সড় দূর্ঘটনা ঘটনা। ভূমিধসের ঘটনায় মৃত ২শ্রমিক আহত আরো ৫জন।
শুক্রবার মাত্রাতিরিক্ত বৃষ্টির জেরে ভূমিধসের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
আহতদের কার্লিম্পঙ মহকুমা হাসপাতাল ও শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২জন মৃত ব্যক্তি ঝাড়খন্ডের বাসিন্দা বলে প্রাথমিক সূত্রে খবর।

0 Comments: