ভবঘুরেদের খাবার পৌঁছে দেওয়া, রক্তদান শিবির, অভিনব রাখি উৎসব, বিনে পয়সার বাজার আরো কত কিছু বললে হয়তো শেষ করা দুঃসহ। হ্যাঁ সমাজসেবী তথা পুলিশকর্মী বাপন দাস।
সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মুখে হাসি ফোটাতে সবসময়ই এগিয়ে তিনি। বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকে বিধাননগরে বাড়ি বাড়িতে পুলিশ কর্মী বাপন দাসের স্যানিটাইজেশন করার কাজ চলল।
এদিন বাপন বাবুর নিজের সােসাইটির ছেলেদের সঙ্গে নিয়ে ফাঁসিদেওয়া ব্লকের ভদ্রকালি মন্দির, বাজার মসজিদ, ঘােষপুকুর চার্চ শনি মন্দির, কালি মন্দির এবং পিছলা নদীর পাড়ে শ্মশানে নিজে হাতে স্যানিটাইজর করেন।
বাপন দাস বলেন, ধর্ম যার যার হতে পারে তবে এই রােগটা সবার। সকলকে সচেতনতার বার্তা দিয়ে করোনার জয় নিশ্চিত বলে তিনি জানান।

0 Comments: