Sunday, June 6, 2021

সিকিমের বিভিন্ন স্থানে ধস, প্রবল বর্ষণে এই ধস

সিকিমের বিভিন্ন স্থানে ধস, প্রবল বর্ষণে এই ধস

  ইয়াসের জেনে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে ওঠার পর এবার প্রবল বৃষ্টিতে সিকিমের বিভিন্ন স্থানে ধসের ঘটনা ঘটছে। 




সিকিমের বিভিন্ন স্থানে ধস, প্রবল বর্ষণে এই ধস

এদিন সিকিমের তিন মাইল এলাকার বোজঘড়ি এলাকায় ধসের ঘটনা ঘটে। ধসের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও মানুষের কোনো প্রাণহানি হয়নি। তবে বহু জিনিশপত্রের ক্ষতি হয়েছে।

 এমনই রাজ‍্যে মৌসুমী বায়ুর প্রবেশ করায় উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: