ফেসবুকের কোপে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই বছরের জন্য নিষিদ্ধ করল সোশ্যাল মিডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা ফেসবুক।
সম্প্রতি ক্যাপিটল বিল্ডিংয়ে হিংসাত্মক আক্রমণে করা নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ ট্রাম্পের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে। গত ৭ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং আগামী ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞার মেয়াদ বলবদ থাকবে।
ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ বলছেন," ঘটনার গুরুত্বের কারণেই ট্রাম্পকে বয়কট করা হয়েছে। তাঁর বক্তব্য আমাদের নিয়ম ভেঙেছে। এবং সেই ভুল সর্বোচ্চ শাস্তির যোগ্য হিসেবে এই নিষেধাজ্ঞা।
তবে ট্রাম্প বলেছেন, "এই নিষেধাজ্ঞা চাপানোর কাজে ফেসবুককে অনুমোদন দেওয়া উচিত না।"

0 Comments: