১০জন নিয়ে কাতারের বিরুদ্ধে ম্যাচ হারলেও বাংলাদেশের বিরুদ্ধে আত্মবিশ্বাস ব্লু জার্সির দল। ১-০ গোলে হারলেন সুনীল ছেত্রীদের আগামী ম্যাচের দিকে তাকিয়ে।
আগামীকাল সোমবার বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল।
বিশ্বকাপ কোয়ালিফায়ারের আগে ভারতীয় দলের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা করোনা আক্রান্ত হলেন। আপাতত আইসোলেশনে রাখা হয়েছে অনিরুদ্ধকে।
তাঁর শারীরিক তেমন কোনও গুরুতর সমস্যা নেই বলেই জানা গিয়েছে। তবে ভারতীয় দল আপাতত গ্রুপ-ই তে ছটি ম্যাচে তিন পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে তাকিয়ে রয়েছে গোটা দল।

0 Comments: