Sunday, June 6, 2021

অভিষেক সম্পাদক পদে, সায়নী যুবতে

অভিষেক সম্পাদক পদে, সায়নী যুবতে

বিধানসভা ভোট শেষ হতেই গুরুত্ব বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যুব সভাপতির পদ থেকে একেবারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হল মমতার সেনাপতিকে। 

অভিষেক সম্পাদক পদে, সায়নী যুবতে


অপরদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া পদ সর্ব ভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে নিয়োগ হলেন যুব নেত্রী সায়নী ঘোষ।

একই ভাবে কুনাল ঘোষকে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে। আইএটিটিইউসি-র জাতীয় সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে দোলা সেনকে। অন্যদিকে, রাজ্যর সভাপতি করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। সাংস্কৃতিক সেলের প্রাধানের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ চক্রবর্তীকে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: