Sunday, June 6, 2021

আকাশছোঁয়া হচ্ছে পেট্রোল-ডিজেল

আকাশছোঁয়া হচ্ছে পেট্রোল-ডিজেল

 আন্তর্জাতিক বাজারে আকাশ ছুঁয়েছে বিভিন্ন জিনিশপত্রের দাম। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষের শরীরে খোঁচা দিচ্ছে পেট্রোপণ‍্যে্য দাম বৃদ্ধি নিয়ে। গত মাসে ১৬ বার পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। 

কলকাতায় কার্যত পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৫ টাকা ২ পয়সা। ডিজেলের দাম ১ লিটারে ৮৮ টাকা ৮০ পয়সা। যে ভাবে ক্রমাগত ডিজেলের মূল্যবৃদ্ধি করছে, তার প্রতিবাদে ও বাস ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেছে বাস মালিক সংগঠনগুলি। 

দেশের অন‍্যতম শহর মুম্বইতে ১ লিটারে পেট্রোলের দাম ১০১.২৫ টাকা। ডিজেলের দাম ৯৩.৩০ টাকা। এক‌ইভাবে দিল্লিতে পেট্রোলের দাম ৯৫.০৩ টাকা প্রতি লিটার, ডিজেলের দাম ৮৫.৯৫ টাকা প্রতি লিটারে দাঁড়িয়েছে। 

ভোপালে পেট্রোলের দাম ১০৩.১৭ টাকা, ডিজেলের দাম ১০৩.৯৮ টাকা, জয়পুরে পেট্রোলের দাম ১০১.৩০ টাকা দাঁড়িয়েছে। 



Previous Post
Next Post

post written by:

0 Comments: