Monday, June 7, 2021

সাফল্য পেল খড়িবাড়ি পুলিশ, লক্ষাধিক টাকা ও ব্রাউন সুগার সহ ধৃত এক

সাফল্য পেল খড়িবাড়ি পুলিশ, লক্ষাধিক টাকা ও ব্রাউন সুগার সহ ধৃত এক

 বড়সড় সাফল্য পেল খড়িবাড়ি থানার পুলিশ।৬৫ গ্রাম ব্রাউন সুগার ও ৩লক্ষ ৫০ হাজার টাকা সহ এক যুববকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম উত্তম সিংহ। 

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে পানিট‍্যাঙ্কির গৌড়সিং এলাকা থেকে ধৃতকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।

 ৭দিনের পুলিশী রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Previous Post
Next Post

post written by:

0 Comments: