Monday, June 7, 2021

টানা তৃতীয় দিন চাবাগানের কর্মীদের খাবার পৌঁছে দিল একান্নবর্তী হেঁশেল

টানা তৃতীয় দিন চাবাগানের কর্মীদের খাবার পৌঁছে দিল একান্নবর্তী হেঁশেল

চা বাগান পরিবারের পাশে রান্না করা খাবার নিয়ে এগিয়ে এসেছিল একান্নবর্তীর হেঁশেল। শনিবার শুরু হ‌ওয়া এই কর্মসূচি চলবে সাতদিন। 

সেই মত মঙ্গলবার তৃতীয় দিনেও নকশালবাড়ি চা বাগান অসহায় চাবাগানের কর্মীদের রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়। 

নকশালবাড়ি বাগান ছাড়াও সিঙ্গিঝোড়া ও কিরণচন্দ্র চা বাগানে খাবার পৌঁছে দেওয়া হবে বলে একান্নবর্তীর সদস্যরা জানান।

Previous Post
Next Post

post written by:

0 Comments: