পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে সিএডিসির মাধ্যমে শুরু হল করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য পৌঁছনোর কাজ।
শুক্রবার নকশালবাড়ি ব্লকের চারটি অঞ্চলের করোনায় আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয় সিএডিসি থেকে উৎপাদিত বিভিন্ন জিনিশপত্র।
এদিন নকশালবাড়ি ফার্ম থেকে এই কর্মসূচির সূচনা করেন নকশালবাড়ির বিডিও অরিন্দম মন্ডল। এদিন চাল, ডাল, তেল, লেবু, পটল সহ ১২ ধরনের বিভিন্ন দ্রব্য পৌঁছে দেওয়া হয়।
সিএডিসির প্রোজেক্ট ডায়রেক্টর মুস্তাক হোসেন বলেন, যতদিন সম্ভব আমরা এই কাজ চালিয়ে যাব। করোনা আক্রান্তদের পাশে থাকতে এই উদ্যোগে।


0 Comments: