দেশজুড়ে চলছে ব্ল্যাক ফাঙ্গাসের মতন রোগের প্রকোপ। আর এই ব্ল্যাক ফাঙ্গাস রোগের প্রকোপের দিকে তাকিয়ে আজ উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মিউকরমায়োসিসের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিনের এই আলোচোনা সভায় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রজিৎ সাহা সহ হাসপাতাল সুপার ডঃ সঞ্জয় মল্লিক চিকিৎসক গনেরা। এদিন সভায় মিউকরমায়োসিসের ওপর আলাপ আলোচনা করা হয়।
অধ্যক্ষ ইন্দ্রজীৎ সাহা জানান, সকল বিভাগীয় প্রধান সহ সকল চিকিৎসারা উপস্থিত ছিলেন। মূলত মিউকরমায়োসিস নিয়ে কিভাবে চিকিৎসা করা হচ্ছে তা আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। রাজ্য সরকার গাইডলাইন দিয়েছে তা মেনেই এর চিকিৎসা চলছে। পাশাপাশি রাজ্যের মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ রিজিওনাল হার্ব করছে সরকার।
মূলত মিউকরমায়োসিস নিয়ে এরা কাজ করবে, আর যেগুলো আমরা পারব না তা স্টেট হার্বে পাঠানো হবে। এখন পর্যন্ত ১৫জন মিউকরমায়োসিস নিয়ে ভর্তি হয়েছে। কয়েকজনকে ইতিমধ্যে আমরা হারিয়েছি।
মেডিক্যাল কলেজের ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত জানান, মিউকরমায়োসিসের টেকনিক্যাল খুটিনাটি নিয়ে আলোচনা হয়েছে। এর থেকে যদি কোনো বিষয় উঠে আসে আমরা স্বাস্থ্য দপ্তরকে জানাব।



0 Comments: