ফের এক ফুল ছেড়ে অন্যফুলে মুকুল। শুক্রবার নাটকীয় পরিবর্তন ঘটিয়ে সাড়ে ৩ বছর পর ফের পুরানো দলে ফিরলেন একদা মমতা সৈনিক মুকুল রায়।
এদিন সপূত্র মুকুল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মুকুলের যোগদানের পর ফের অনেকেই তৃণমূল কংগ্রেসে ফিরবেন কিনা তা জানতে চোখ রাখতে হবে। তবে মুকুলের যোগদানের ইঙ্গিত বহু আগে থেকে সংবাদ মাধ্যম শুরু হয়।
কৃষ্ণা রায়ের অসুস্থতায় অভিষেক বন্যার্জীর হাসপাতালে যাওয়া অন্যতম মোড় বলে তিনি জানান। পাশাপাশি মুকুলের যাওয়া নিয়ে দলে কোনো প্রভাব পড়বে না বলে বিজেপি রাজ্য সভাপতি দীলিপ ঘোষ জানান।
অপরদিকে দলের প্রাধান্য না পাওয়া নিয়ে মুখ খুললেন অনুপম হাজরা।

0 Comments: