Thursday, June 10, 2021

উত্তরপ্রদেশের ঘটনায় যোগীর কুশপুত্তলিকা পোড়াল বিজেপি

উত্তরপ্রদেশের ঘটনায় যোগীর কুশপুত্তলিকা পোড়াল বিজেপি

 উত্তরপ্রদেশের আগ্রার এক বেসরকারি নার্সিংহোমে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা চলাকালীন অক্সিজেন বন্ধ করার ঘটনা ঘটেছিল কয়েকদিন আগে। 

ঘটনার ভিডিও ব‍্যাপক ভাইরাল হয়। পুরো ঘটনায় ২২জন রোগীর মৃত্যু হয়। এর‌ই প্রতিবাদে জানিয়ে নকশালবাড়ি ব্লক কংগ্রেস ও নকশালবাড়ি অঞ্চল কংগ্রেসের উদ‍্যোগে বৃহস্পতিবার বাগডোগরা বিহারমোড়ে যোগী আদিত‍্যনাথের কুশপুত্তলিকা দহন করে যোগী সরকারের পদত্যাগের দাবি জানানো হয়।

উত্তরপ্রদেশের ঘটনায় যোগীর কুশপুত্তলিকা পোড়াল বিজেপি


 কংগ্রেস নেতা অমিতাভ সরকার জানান, মক ড্রিল করার নামে এই ঘটনা ঘটিয়েছে যোগী সরকার। এর জন্য ২২জন মৃত্যু হয়। পাশাপাশি উত্তরপ্রদেশে রাস্ট্রপতি শাসন কায়েম করার দাবি জানান তিনি। 

Previous Post
Next Post

post written by:

0 Comments: