Thursday, June 10, 2021

সামাজিক বনসৃজনে হাতিদের তান্ডব খড়িবাড়িতে

সামাজিক বনসৃজনে হাতিদের তান্ডব খড়িবাড়িতে

 প্রকৃতির রক্ষা করার ডাক শোনা গিয়েছে সবার মুখে। বিশ্বায়নের যুগে সবুজ প্রকৃতির অভাব প্রকট হয়ে দাঁড়িয়েছে। বন‍্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে।

সামাজিক বনসৃজনে হাতিদের তান্ডব খড়িবাড়িতে


 তবে জঙ্গলে যেভাবে মানুষের আনাগোনা শুরু হয়েছে তাতে বন‍্যপ্রাণীদের লোকালয়ে প্রবেশ বাড়তে শুরু করেছে। ভারত-নেপাল সীমান্তবর্তী খড়িবাড়ি ব্লকের ওয়ারিশ ও মদনজোতে মেচী নদীর পাড়ে সামাজিক বনসৃজন গড়ে তোলা হয়েছে। 

সামাজিক বনসৃজনে হাতিদের তান্ডব খড়িবাড়িতে


তবে সামাজিক বনসৃজনে হাতির তান্ডবে ঘটনায় ক্ষতি হয়েছে  ৩০০র বেশি গাছের ক্ষতি হয়েছে। হাতিদের কোরিডোর পরিচিত এই রাস্তায় আগামী দিনেও যে তান্ডব হবে না, তা বলা মুশকিল।

Previous Post
Next Post

post written by:

0 Comments: