২০২১ বছরের প্রথম সূর্যগ্রহণ ১০জুন অর্থাৎ আজকে। দুপুর ১টা বেজে ৪২ মিনিট থেকে সন্ধে ৬টা ৪১ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই গ্রহণ কাল।
বছরের প্রথম এই গ্রহন আমেরিকার উত্তর ভাগ, রাশিয়া, গ্রিনল্যান্ড, উত্তর কানাডা, ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং এশিয়া থেকে আংশিক ভাবে দেখা যাবে।
ভারতে এই গ্রহন অদৃশ্য হলেও অরুনাচল প্রদেশের সীমান্ত এলাকা থেকে এই গ্রহণ অনুভব করা যেতে পারে। বলয়গ্রাস এই সূর্যগ্রহন এবছরের প্রথম গ্রহন।
তবে বুদ্ধ পূর্ণিমার দিন ছিল এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ । ২৬ মে চন্দ্রগ্রহণের পর এবার ১০ জুন সূর্যগ্রহণ পড়েছে।


0 Comments: