Friday, June 11, 2021

পেট্রোল-ডিজেলের মূল‍্যবৃদ্ধি, রাস্তায় কংগ্রেস

 

পেট্রোল-ডিজেলের মূল‍্যবৃদ্ধি, রাস্তায় কংগ্রেস

দিনের পর দিন যেভাবে পেট্রোল-ডিজেল ও রান্নার গ‍্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে দেশের মানুষ হতবাক। এই দ্রব‍্যমূল‍্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরোধী দলগুলো। 

শুক্রবার  কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হল দার্জিলিং জেলা কংগ্রেস।শিলিগুড়ি হিলকার্ট রোডে একটি পেট্রোল পাম্পে  সাইকেল,প্ল্যাকার্ড নিয়ে পাম্পে প্রতিবাদ কর্মসূচি পালন করল কংগ্রেস নেতারা। 

এদিন জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার জানান, কেন্দ্রীয় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর লাগাতার পেট্রোল,ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে। মানুষের কথা ভেবে আমরা এই প্রতীকী আন্দোলন করা হল।

Previous Post
Next Post

post written by:

0 Comments: