করোনার মহাসংকটে চা শ্রমিকদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল নকশালবাড়ি তৃণমূল যুব কংগ্রেস।
মঙ্গলবার নকশালবাড়ি অটল চাবাগানে কয়েকশো চা শ্রমিকদের রান্না করা খাবার বিতরণ করা হয়।
রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল রায়, নলীনী রঞ্জন রায় সহ অন্যান্যরা।

0 Comments: