সিঙ্গলিলা ওয়েলফেয়ার সোসাইটি ও গোর্খা জনমুক্তি মোর্চা বিমলপন্থীর উদ্যোগে পাহাড় জুড়ে করোনা আক্রান্তদের সুবিধার্থে খোলা হল সেফ হোম।
সোমবার দার্জিলিংয়ের তাকভরে ৫০ সজ্জা বিশিষ্ট এই সেফ হোমের ভার্চুয়াল উদ্বোধন করেন আইনমন্ত্রী মলয় ঘটক।
উপস্থিত ছিলেন বিমল গুরুং সহ অন্যানরা। করোনা রোগীদের সবরকম সুবিধা এখানে দেওয়া হবে বলে জানা গিয়েছে।



0 Comments: