সুনীল চন্দ্র সরকার ফাউন্ডেশন ও বাগডোগরা অঞ্চল কংগ্রেসের উদ্যোগে নকশালবাড়ি ব্লকে ব্যাঙডুবি সেন্ট টেরেজা স্কুলে খোলা হয়েছে করোনা আক্রান্তদের জন্য সেফ হাউস।
১০জন পুরুষ ও ১০জন মহিলার আক্রান্তদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই সেফ হাউসে। সঙ্গে সবরকম চিকিৎসার সহযোগিতার ব্যবস্থা রয়েছে বলে কংগ্রেস নেতা তথা ফাউন্ডেশনের সদস্য অমিতাভ সরকার জানান।
স্কুলকে সেফ হাউসে করার ক্ষেত্রে এলাকার চা শ্রমিক ও গরীব মানুষদের কাজে আসবে বলে তিনি জানান।
নকশালবাড়ি হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের সুবিধা পাবে আক্রান্তরা বলে তিনি জানান। আপাতত ২জন পুরুষ ও ১জন মহিলা সেফ হাউসে রয়েছেন।

0 Comments: